বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ভেঙে গেল বেইলি সেতু। সেতুর রেলিং ভেঙে পড়ে মাটি বোঝাই একটি টিপার। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার চেলাগাঙে। শনিবার রাত আনুমানিক ২টা নাগাদ চেলাগাঙ একছড়ি সেতু ভেঙে টিপার উল্টে যায়। বর্তমানে চেলাগাং থেকে যতনবাড়ি যাওয়া রাস্তা চলাচল বন্ধ। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন জনগণ।
ঘটনার ফলে এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। রাতে দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই ঘটনাস্থলে ছুটে আসেন। সৌভাগ্যবশত প্রাণহানির খবর নেই, তবে লরিটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ওজনের গাড়ি চলাচল নিয়ন্ত্রণ না করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।


