সাইরেঙ সড়কের উপর পাথরের ধস, আহত ১, ক্ষতিগ্রস্ত দু’টি গাড়ি

বরাক তরঙ্গ, ২১ মে : ভারি বৃষ্টিপাতে উত্তরপূর্বের বিভিন্ন রাজ্য দুর্যোগের মুখে পড়েছে। কোথাও কৃত্রিম বন্যা আবার কোথাও ভূমি ধস। বিচ্ছিন্ন হয়ে পড়ছে যাতায়াত ব্যবস্থাও। একই ভাবে বুধবার সকালে বৃষ্টিপাতের জন্য পাহাড় থেকে পাথর ধসে পড়ে মিজোরামের সাইরেঙ সড়ক বন্ধ হয়ে পড়েছে। সকালে পাহাড় থেকে পাথর পড়ার ঘটনায় একজন চালক আহত হয়েছেন। দু’টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে। ঘটনাটি হ্রাংবানা পেট্রোল পাম্পের কাছেই ঘটেছে। একটি এলপিজি বহনকারী ট্রাক চলার সময় পাথর ধসে পড়লে আটকে পড়ে ট্রাকটি। দ্রুত সরিয়ে নিতে চালক ও খালাসি তৎপর রয়েছেন।

সাইরেঙ সড়কের উপর পাথরের ধস, আহত ১, ক্ষতিগ্রস্ত দু'টি গাড়ি
Spread the News
error: Content is protected !!