গাড়ির টাকা নিয়ে বাকবিতণ্ডা জেরে গোলাগুলি শিলডুবিতে, জানালেন এসপি

বরাক তরঙ্গ, ৫ জুলাই : শিলডুবি সংলগ্ন ধনেহরি দ্বিতীয় খণ্ডে ঘটে যাওয়া দুপক্ষের বাকবিতন্ডাটি গাড়ির লেনদেনের সংঘটিত হয়েছে। বুধবার সোনাই থানায় সাংবাদিকদের কাছে কথা বলতে গিয়ে এমনটাই বললেন জেলার পুলিশ সুপার নুমুল মাহাতো। এসপি জানান, মঙ্গলবার রাতের এই ঘটনায় আটক শামীম আহমেদ একজন কুখ্যাত ডাকাত। তাকে ধরতে পুলিশ অভিযান চালিয়েছিল। এদিন রাতে বাঁশকান্দি হায়দর হোসন যুবকের সঙ্গে গাড়ি বিক্রির লেনদেন নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হয় শামীমের। এতে তাঁর সঙ্গে ছিলেন আরও দুজন। বাকবিতন্ডার বিকট শব্দ শুনে স্থানীয় এসে শামীমকে আটক করেন। তবে বাকি তার সঙ্গী দুজন পলায়ন করেন।

এদিকে হায়দর হোসেনকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে শামীম ও হায়দারকে সোনাই থানায় আটক রেখে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান এসপি। গতকাল রাতের এ ঘটনায় পুলিশ ১২ টি কার্তুজ উদ্ধার করেছে বলে জানান তিনি।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News