রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ। এরই অঙ্গ হিসাবে শুক্রবার দ্বিতীয় দিনেও ক্রীড়া সপ্তাহকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপণা পরিলক্ষিত হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। এদিন মহিলাদের ফুটবল খেলায় বিজয়ী হয়েছে দিয়া চৌধুরী নেতৃত্বাধীন আরএমসি বি দল। প্রতিপক্ষ আরএমসি এ দলকে ৫-০ গোলের ব্যবধানে পরাজিত করে তারা। বিজয়ী দলের পক্ষে সীমা বাগদি একাই ৪ টি এবং সুপ্রিয়া চাষা ১ টি গোল করতে সক্ষম হয়।
অন্যদিকে, ছেলেদের নাইন-এ সাইড ক্রিকেটে আরএমসি সিক্থ সেমিস্টার ৮ উইকেটে আরএমসি বি.কম ফার্স্ট সেমিস্টার দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে আশুতোষ দাস চারটি উইকেট দখল করতে সক্ষম হন এবং ব্যাটে অনবদ্য অপরাজিত ২৮ রান করেন প্রিয়তোষ দাস।
উল্লেখ্য, এদিন শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী, আইকিউএসি-র সহকারী কো-অর্ডিনেটর যথাক্রমে অধ্যাপক ডঃ অরুণাভ ভট্টাচার্য ও অধ্যাপিকা স্বর্ণালী রায় চৌধুরী, গেমস অ্যান্ড স্পোর্টস সেলের সদস্যা অধ্যাপিকা ডঃ নবনিতা দেবনাথ, পিটার নোয়া রংমাই প্রমুখ। দিনব্যাপী খেলা পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন গেমস অ্যান্ড স্পোর্টস সেলের সদস্য রাজদীপ অধিকারী, রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের কর্মচারী যথাক্রমে কমলেশ দাশ, উজ্জ্বল কর্মকার ও সন্দীপ নাথ। শনিবার পুরুষ-মহিলা উভয় বিভাগের ইন্ডোর গেমস কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে হবে কলেজ সূত্রে জানা গেছে।