মৃত গৃহবধুর গলার রশির দাগ, ভিন্ন মোড়, মামলা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : মৃত গৃহবধূর গলায় রশির দাগ! হত্যার অভিযোগ এনে স্বামী সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে গৃহবধু রবিতা দাসের বাপের বাড়ির লোকেরা। দশ বছর থেকে শ্বশুর বাড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে প্রাণ হারিয়েছেন রবিতা দাস এমন অভিযোগ পরিবারের লোকদের। দশ বছর আগে শ্রীকোণা আলমবাগের বাসিন্দা রবিতা দাসের বিয়ে হয় একই গ্রামের মাছঘাটের প্রণবকুমার দাস ওরফে আবুর সঙ্গে।

রবিতার বাপের বাড়ির লোকেরা জানান, বিয়ের পর থেকেই বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।তা সত্বেও রবিতার পরিবার তাঁর শশুর বাড়ির সুখে-দুঃখে সবসময় সাহায্য করার পাশাপাশি তাঁদের বিভিন্ন দাবি পূরণ করেন। কিন্তু গত ২০ জুলাই অর্থাৎ শনিবার বিকেল ৪-৩০ মিনিটে শ্বশুর বাড়ি থেকে রবিতার পরিবারকে জানানো হয়, হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটেছে। খবর পেয়ে পরিবারের লোকেরা শ্বশুর বাড়িতে ছুটে গিয়ে রবিতা দাসের গলায় রশির চিহ্ন দেখতে পান। এতে তাঁরা স্বামী ও তাঁর পরিবার মিলে রবিতা দাসকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।

মৃত গৃহবধুর গলার রশির দাগ, ভিন্ন মোড়, মামলা

বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বামী প্রণবকুমার পালিয়ে যায় বলে জানিয়েছেন মৃতের পরিবারের লোকেরা। হত্যার অভিযোগ এনে স্বামী সহ তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন গৃহবধূর বাপের বাড়ির লোকেরা। ঘটনার উপযুক্ত তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের আর্জি জানান।

মৃত গৃহবধুর গলার রশির দাগ, ভিন্ন মোড়, মামলা

উল্লেখ্য, রবিতার দু’টি পুত্রসন্তান রয়েছে।

Author

Spread the News