জালের ভেতর থেকে উদ্ধার অপরিচিত যুবকের লাশ

বরাক তরঙ্গ, ২৩ জুলাই : মাছ ধরার জাল দিয়ে পেচিয়ে রাখা যুবকের পঁচা গলা লাশ উদ্ধার হল। কাটিগড়ার কালাইনের বরইতলী পঞ্চম খণ্ডে উদ্ধার হয়েছে মৃতদেহটি।   এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তল্লাশি শুরু করেন। সন্ধ্যায় হয় অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহটি আবিষ্কার হয়। মৃতদেহটি মাছ ধরার জাল দিয়ে আবদ্ধ ছিল এবং জালের ভেতরে বড় বড় পাথর বাধা ছিল।

জালের ভেতর থেকে উদ্ধার অপরিচিত যুবকের লাশ

স্থানীয় লোকদের ধারণা বন্যার জলে  ভেসে এসেছে। যুবককে কোন দুষ্কৃতী  হত্যা করে বন্যার জলে ফেলে দিয়েছে। কালাইন পুলিশ খবর পেয়ে বরইতলী পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

জালের ভেতর থেকে উদ্ধার অপরিচিত যুবকের লাশ

Author

Spread the News