রাস্তাঘাটের অভাবে ভুগছেন তুতিরগ্রামের প্রত্যন্ত মানুষ

বরাক তরঙ্গ, ১০ জুলাই : বেহাল যোগাযোগ ব্যবস্থায় ভুগছেন পূর্ব সোনাই হাতিখাল জিপির তুতিরগ্রামের মানুষ। দীর্ঘদিন থেকে গ্রামের যোগাযোগে কোনও স্থায়ী রাস্তা না হওয়ায় অসহায় হয়ে পড়েছেন এলাকার জনসাধারণ। এর উপর বন্যা এলেই জলের তলায় বসবাস করতে হয়। এবার পর পর বন্যায় সর্বাস্ত খুইয়েছেন এলাকার খেটে খাওয়া মানুষ। গ্রামের সবকটি পরিবারই দরিদ্র। কিন্তু এই গ্রামের প্রতি খেয়াল নেই জেলা প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতাদেরও। ফলে অসহায় হয়ে জীবনযাপন কাটাচ্ছেন জনগণ। তুতিরগ্রামে বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে রাস্তাঘাটের।

বন্যার জল কমলেও এখনও এই গ্রামে যেতে হলে নৌকাই ভরসা। গ্রামের চতুর্দিকে রয়েছে জল আর জল। গ্রামে উঁচু স্থান না থাকায় বন্যার সময় পালিত পশু নিয়েও বিপাকে পড়তে হয় জনসাধারণকে।

Author

Spread the News