২৫ নভেম্বর : ইরানে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের অভিযোগে আদালত কর্তৃক সর্বোচ্চ শাস্তি ঘোষণার পর বাসতাম শহরে এই দণ্ড কার্যকর হয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগ।
ইরানের সরকারি বিচারবিভাগীয় সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, মামলাটি সুপ্রিম কোর্টের পর্যালোচনা শেষে রায় বহাল রাখা হয়। রায় চূড়ান্ত হওয়ার পর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রাদেশিক বিচার বিভাগের প্রধান মোহাম্মদ আকবরী মিজানকে বলেন, মামলার নথি ও সাক্ষ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্ট অত্যন্ত সতর্কভাবে বিষয়টি পর্যালোচনা করেছে। পর্যালোচনায় দোষ প্রমাণিত হওয়ায় রায় অনুমোদন করা হয় এবং এরপর তা বাস্তবায়ন করা হয়।
কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, দোষী ব্যক্তি দুই নারীকে প্রতারণার ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ করেছিলেন। এমনকি তিনি ভুক্তভোগীদের সম্মানহানি করার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। তবে ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার কারণে অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি।
ইরানে সাধারণত মৃত্যুদণ্ড কারাগারের ভেতরে কার্যকর করা হয়। তবে ধর্ষণসহ কিছু গুরুতর অপরাধে মাঝে মাঝে জনসমক্ষে শাস্তি কার্যকর করা হয়ে থাকে, যাতে এটি ‘দৃষ্টান্ত’ হিসেবে কাজ করে।


