শনিছড়ায় শিশু হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, পুলিশের তৎপরতায় স্বস্তি জনমনে

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ত্রিপুরার উত্তর জেলার শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অর্জুন টিলা এলাকায় স্কুল থেকে ফেরার সময় মা ও শিশুকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে শিশুর। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করেছে চুরাইবাড়ি থানার পুলিশ। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় এলাকায় নেমে এসেছিল তীব্র আতঙ্ক, তবে পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয়রা।

প্রথমে নদীয়াপুর এলাকার চারজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই তথ্যসূত্রেই এগোয় তদন্ত। এরপর মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে এলাকার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে মদন গোপন সিনহা (৫৭)-কে গ্রেফতার করে পুলিশ।

বুধবার সকালে অভিযুক্তের শারীরিক পরীক্ষা সম্পন্ন করে তাকে জেলা আদালতে তোলা হয় এবং পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

এদিকে, ঘটনার প্রেক্ষিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩৪/২৫, পাশাপাশি ১০৩(১), ১১৮(২) ও ৬১(২) অধীনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মামলার তদন্তভার পেয়েছেন সাব-ইন্সপেক্টর উমারানি নমঃ।

তিনি জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল বহিঃরাজ্য শিলচরের এক বেসরকারি নার্সিংহোমে পৌঁছে আহত বিজয়া সিনহার জবানবন্দী সংগ্রহ করে। সেই জবানবন্দীই তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করেছে।

স্থানীয়দের আশা, দ্রুত চার্জশিট দাখিল করে অভিযুক্তের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *