রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : “আমরা খেলতে চাই, খেলার মাঠকে মেলার মাঠ হতে দেওয়া যাবে না”— এই দাবিকে সামনে রেখে মুখে কালো কাপড় বেধে এক ঘণ্টার নীরব প্রতিবাদ জানাল শিলচর ফুটবল অ্যাকাডেমির খুদে প্রশিক্ষিত খেলোয়াড়রা। অভিভাবক ও প্রশিক্ষণার্থীদেরও দেখা যায় প্রতিবাদ স্থলে।
তাদের অভিযোগ, প্রশিক্ষণ মাঠে একটি বাণিজ্য মেলা আয়োজনে তারা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। শিলচর স্পোর্টিং ক্লাবের অনুমতিতে মাঠের স্বাভাবিক পরিবেশ ও অবস্থা এখন গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছে। মাঠ এবং খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণস্থল রক্ষার উদ্দেশ্যে রবিবার এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

ফুটবল অ্যাকাডেমির সিইও সুবিমল ধর জানান, শিলচর স্পোর্টিং ক্লাবের কাছ থেকে মাঠটি ২৫ বছরের লিজ নিয়েছিল অ্যাকাডেমি। এরপর সরকারি বেসরকারি ও বিভিন্ন জনের কাছ থেকে অনুদান নিয়ে মাঠটি গড়ে তুলেছিল অ্যাকাডেমি। চলতি বছর লিজের তারিখ শেষ হয়ে যায় এবং ফের লিজ নেওয়ার ব্যবস্থাও চলছে। কিন্তু এরমধ্যেই ক্লাব মাঠটি বাণিজ্য মেলার জন্য ভাড়া দেয়। এনিয়ে জেলা প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের কাছে দ্বারস্থ হন তারা। এমনকি একটি মামলাও করেছেন। তারপর এক্সপোর কাজ বন্ধ হচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করেন।


