প্রতিমার কাজ অসম্পূর্ণ রেখে পালালেন মৃৎশিল্পী, বিপাকে কমিটি
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : আজ, দেবী বোধন। এর আগেই অর্ধ নির্মিত প্রতিমা রেখে পালালেন মৃৎশিল্পী। এমতাবস্থায় বিপাকে পড়েছেন পূজা কমিটির কর্মকর্তারা। ঘটনাটি কাটিগড়া কালাইনের। পঞ্চমীর দিন প্রতিমা নিতে এসে মাথায় পাহাড় ভেঙে পড়ল বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের। বেশ কয়েকটি পূজা কমিটির কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্রতিমা তৈরীর কাজে হাত লাগান মৃৎশিল্পী কাজল পাল সহ অন্যান্য কারিগররা। কথামতো পঞ্চমীর দিনে মূর্তি নিতে এসে বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তারা দেখেন তাদের মূর্তি তৈরির কাজ এখনও শেষ হয়নি। তখন এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে কালাইন পুলিশ। পরে পূজা কমিটি অসম্পূর্ণ মূর্তি নিয়ে যেতে বাধ্য হয়। এতে চরম বিপাকে পড়েছেন কমিটির কর্মকর্তারা।