নির্বিঘ্নে সম্পন্ন হল ধলাই উপ-নির্বাচনের ভোট পর্ব

নির্বিঘ্নে সম্পন্ন হল ধলাই উপ-নির্বাচনের ভোট পর্ব

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : ধলাই কেন্দ্রে ‌উপ-নির্বাচনের ভোট পর্ব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হল ভোট গ্রহণ। ‌বিকেল পাঁচটা পর্যন্ত ৭২.৪০ শতাংশ ভোট পড়েছে। সকালে তিনটি কেন্দ্রে ইভিএম বিকল হওয়ায় রীতিমতো হিমসিম খেতে হয়েছে ভোটারদের। দুই থেকে আড়াই ঘণ্টার পর চালু হয় ভোট গ্রহন। ৬১০ নং ফ্রেঞ্চনগর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ৯৫ নং বুথের ইভিএম বিকল হয়ে পড়ে। তাছাড়া হাজি মজাইদ আলি রুরেল হাইস্কুলের ৭৭ ও ৭৮ নং বুথের ইভিএম বিকল হয়ে পড়ে। এতে ভোটারদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে সম্পন্ন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে নির্বাচন।

ধলাইয়ের পাঁচ বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ও বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য আইরংমারা ভোট কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন। সংবাদ মাধ্যমে সাংসদ পরিমল জানান, বিজেপি সততায় বিশ্বাসী। জনগণ বিজেপির সঙ্গে আছেন, উন্নয়নের সঙ্গে আছেন। তাই ধলাইয়ে বিজেপির প্রার্থী নীহাররঞ্জন দাস বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন সাংসদ পরিমল।

নির্বিঘ্নে সম্পন্ন হল ধলাই উপ-নির্বাচনের ভোট পর্ব

বিজেপির প্রার্থী নীহাররঞ্জন দাসের ধলাইয়ে ভোট নেই, তবে প্রতিটি ভোট কেন্দ্রে গিয়ে জনগণের আশীর্বাদ নেন নীহাররঞ্জন দাস। সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে নীহাররঞ্জন দাস বলেন ধলাইয়ের জনগণের উপর আস্থা রয়েছে। বিজেপির উন্নয়নে জনগণের বিশ্বাস জন্মেছে, বিজেপির কথায় ও কাজে মিল আছে। বিজেপিই একমাত্র রাজনৈতিক দল যে ব্যক্তি নয় দলকে প্রাদান্য দেয়। ধলাইয়ে বিজেপির জয় নিশ্চিত রূপে হবে। ২৩ নভেম্বর সকলের আশীর্বাদে নির্বাচিত হয়ে ধলাইয়ের উন্নয়নে সচেষ্ট থাকবেন বলে জানান নিহার রঞ্জন দাস।

নির্বিঘ্নে সম্পন্ন হল ধলাই উপ-নির্বাচনের ভোট পর্ব

কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ ধলাই বিএনএমপি স্কুলে নিজের ভোটদান করেন। ভোটদান শেষে সংবাদ মাধ্যমে ধ্রুবজ্যোতি বলেন ধলাইয়ে এবার কংগ্রেসের জয় নিশ্চিত। জনগণ বিজেপি সরকারের অপশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এবার ধলাই উপনির্বাচনে তার যোগ্য জবাব দেবেন জনগণ। জনগণের আশীর্বাদে সেবায় নিজেকে নিয়োজিত হবেন তিনি।

নির্বিঘ্নে সম্পন্ন হল ধলাই উপ-নির্বাচনের ভোট পর্ব

দক্ষিণ ধলাইয়ের সংখ্যালঘু এলাকায় বিজেপির ভোট বাড়বে বলে দাবি করেন একাংশ সংখ্যালঘু নেতারা। সপ্তগ্রাম জিপি ইনচার্জ ইকবাল হেসেন বলেন দীর্ঘদিন কংগ্রেস সংখ্যালঘু ভোটারদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে আসছে। বিজেপি সরকার আসার পর হিন্দু মুসলিম সকলের সমান উন্নয়ন হয়েছে। এবার সংখ্যালঘু মানুষ বুঝে গেছেন, উন্নয়নের সাথে আছেন তারা। এবার সংখ্যালঘু এলাকা থেকে পঞ্চাশ শতাংশ ভোট বিজেপির।

নির্বিঘ্নে সম্পন্ন হল ধলাই উপ-নির্বাচনের ভোট পর্ব

এ দিকে নির্দল প্রার্থী অমলেন্দু দাশ ভোটের দিন বুথ কেন্দ্রে ভোটারস্লিপের মাধ্যমে প্রচার চালিয়েছে বিজেপি এমন অভিযোগ তুলেন। তিনি বুথ কেন্দ্রে গিয়ে দেখতে পান পোলিং এজেন্টের সামনে রাখা বিজেপির প্রার্থীর ছবি সহ ভোটারস্লিপ। এ নিয়ে তিনি প্রতিবাদ জানান। উপনির্বাচনে ধলাই আসনে আটজন প্রার্থী অবতীর্ণ হয়েছেন। তাঁরা হলেন কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, বিজেপির নীহাররঞ্জন দাস, এসইউসিআইর গৌরচন্দ্র দাস, নির্দল অমলেন্দু দাস, রাজু দাস, পরিমল দাস, ধীরাজ দাস ও দিলীপকুমার ধুবী। ভোট শেষে ইভিএম নিয়ে ইতিমধ্যে আইএসবিটিতে পৌঁছেন প্রিসাইডিং অফিসার সহ ভোটকর্মীরা। এদিন সকালে বুথ কেন্দ্রে টহল দেন পুলিশ সুপার নুমুল মাহাতো। পরিদর্শন করেন জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব।

Author

Spread the News