আইএসবিটিতে ভোটকর্মীদের সাধুবাদ মৃদুল যাদবের

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : কাছাড়ের ধলাই বিধানসভা আসনের উপ-নির্বাচন  সফলভাবে সম্পন্ন হওয়াতে সংশ্লিষ্ট কর্মীদের সাধুবাদ জানালেন জেলার জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) তথা জেলা আয়ুক্ত মৃদুল যাদব।  শিলচর রামনগরস্থিত আইএসটিটি-তে অস্থায়ীভাবে স্থাপিত স্ট্রং রুমে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং অন্যান্য উপকরণ জমা দিতে ফিরে আসা নির্বাচনী কর্মীদের প্রতি সাধুবাদ ব্যক্ত করেন তিনি।

আইএসবিটিতে ভোটকর্মীদের সাধুবাদ মৃদুল যাদবের

মৃদুল যাদব বলেন, সমস্ত কর্মীদের কারণেই জেলায় একটি সুসঙ্গত নির্বাচনী প্রক্রিয়া পরিচালিত হয়েছে। তাই তাদের ফিরে আসার পর, কর্মীদের উষ্ণ স্বাগত জানানোর পাশাপাশি ধন্যবাদ ব্যক্ত করেন। ডিইও মৃদুল যাদব এক সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচনী কাজে যুক্তদের অঢেল পরিশ্রম ও মূল্যবান অবদানের প্রশংসা করে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে ও দক্ষভাবে পরিচালনায় ভোটদান প্রক্রিয়া নির্ভুলভাবে শেষ করা সম্ভব হয়েছে। তিনি কর্মীদের দায়িত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আইএসবিটিতে ভোটকর্মীদের সাধুবাদ মৃদুল যাদবের

Author

Spread the News