সলগই হত্যাকাণ্ড : আটক ব্যক্তিকে রিমান্ডে নিল পুলিশ
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ জুন : সলগইয়ের গো-পালক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। শনিবার আদালতে তোলে দু’দিনের রিমান্ডে নেয় বাজারিছড়া থানার পুলিশ। শুক্রবার বিকেলে আটক করে গোলাব গোয়ালা (৪০) নামে এক যুবককে থানায় নিয়ে আসে পুলিশ। তার ঘর হাতিখিরা বাগানের আট নং লাইনে।
ধৃতকে রাতভর থানায় আটকে রেখে টানা জেরা করে পুলিশ। শনিবার ধৃতকে জেলা সিজেএম আদালতে সোপর্দ করে রিমান্ডে নেয় স্থানীয় পুলিশ। জানা গেছে, ধৃত ব্যক্তির নামে একাধিক অসামাজিক কাজের জন্য বিভিন্ন ধারায় পুলিশি মামলা ঝুলে রয়েছে বিভিন্ন থানায়। স্থানীয় হওয়ার সুবাদে এই ব্যক্তিটি সময়ে সময়ে নিহত গো-পালকের কাছ থেকে চা বাগানে গরু চরানোর জন্য গুন্ডা ট্যাক্স আদায় করত বলে অভিযোগ। মৃতের পরিবারের লোক সহ পুলিশের ধারনা এই ব্যক্তি সামান্য টাকার লোভে গো-পালককে একা পেয়ে হত্যা করে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করেছে।
এ ঘটনার পর পুলিশি তদন্তে দফায় দফায় বেশ কয়জনকে আটক করে থানায় নিয়ে গেলেও প্রাথমিক তদন্ত শেষে এদের ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, মঙ্গলবার সকালে হাতিখিরা বাগানের আট নং ডিভিশনের পাশে গো-চরাতে যান সলগই বাজার এগারো নং লাইনের বাসিন্দা পয়ষট্টি বছর বয়সী বৃদ্ধ সুশীলচন্দ্র ঘোষ।কিন্তু তিনি বিকাল তিনটে পর্যন্ত বাড়ি না ফেরায় উৎকন্ঠায় পড়েন পরিবারের লোকেরা। বুধবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দুরবর্তী হাতিখিরা বাগানের আট নং ডিভিশনের তেরো নং সেকশনের একটি জলাশয়ে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ সহ সিও তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। মৃতের শরীরে একাধিক ধারালো দায়ের কোপ ও হাত দু’টি ভাঙা পাওয়া গেছে। ফলে তাকে খুন করা হয়েছে বলে স্পষ্ট ধারনা স্থানীয়দের।