বন্ধ গাড়ি থেকে এক পরিবারের পাঁচটি দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

২৭ সেপ্টেম্বর : ঘণ্টার পর ঘণ্টা পরিত্যক্ত গাড়িটি পড়েছিল রাস্তায়। স্থানীয়রা খোঁজ নিয়ে দেখতে পান ৫ জনের দেহ পড়ে রয়েছে গাড়ির ভেতরে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলায়। বাড়ি থেকে ২০০ কিলোমিটার দূরে গিয়ে সপরিবারে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে।

ক্রিচি-কাড়াইকুড়ি রোডে সন্ধে থেকে এক চুলও গাড়িটি সরতে না দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরাই পরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনর পর গোটা ব্যাপারটা সামনে আসে। গাড়ি খুলে ভেতর থেকে উদ্ধার করা হয় পাঁচ জনের দেহ।

পুলিশের তরফে জানা যাচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মণিকন্দন। বয়স ৫০। সঙ্গে ছিলেন তাঁর মা সরোজা, স্ত্রী নিত্যা এবং ১৭ বছরের ছেলে ও ১৫ বছরের মেয়ে। এঁদের বাড়ি সাদেম এলাকায়। ঘটনাস্থল থেকে তাঁদের বাড়ির দূরত্ব ২০০ কিলোমিটার।

বন্ধ গাড়ি থেকে এক পরিবারের পাঁচটি দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

প্রাথমিক তদন্ত করে পুলিশ মনে করছে, গোটা ঘটনাটাই সম্ভবত আত্মহত্যা। হতে পারে তাঁরা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। যদিও আসল কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বন্ধ গাড়ি থেকে এক পরিবারের পাঁচটি দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

ভেতর থেকে লক করা ছিল গাড়িটি। সেখান থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাতে কী লেখা ছিল, এখনই তদন্তের স্বার্থে জানাতে চায় না পুলিশ। ঘটনায় কি কারও প্ররোচনা ছিল? সে সবও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

পরিবারের ওপর কোনও চাপ ছিল কিনা, বাজারে মোটা টাকার ঋণ ছিল কিনা এসব উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। কেন বাড়ি থেকে এত দূরে এসে আত্মহত্যা করলেন তাঁরা সেই ব্যাপারটাও জানার চেষ্টা চলছে।

Author

Spread the News