কটন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক শোভাযাত্রায় বাধা পুলিশের, উত্তপ্ত
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : কটন বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি। কটন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক শোভাযাত্রায় বাধা দেয় পুলিশ। পুলিশ এবং কটন-এর ছাত্রদের মধ্যে বাকযুদ্ধ। শোভাযাত্রার অনুমতি না নেওয়ায় পুলিশ কটন স্টুডেন্ট ইউনিটি অ্যাসেম্বলিতে বাধা দেয়। সকাল থেকেই সাংস্কৃতিক শোভাযাত্রার জন্য প্রস্তুত তিন হাজার শিক্ষার্থীকে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে দাঁড়িয়ে থাকতে হয়।
পুলিশ প্রশাসনের একটি বড় দল নেহরু পার্কের সামনে দড়ি বেধে কটন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসা মিছিলটি থামিয়ে দেয়। সাংস্কৃতিক মিছিলটি একটি দীর্ঘ পুকুরের তীরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ বাধা দিলে ছাত্র ও পুলিশের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ, প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্টুডেন্টস ইউনিটি কাউন্সিলের মধ্যে সমঝোতার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শতবার্ষিকী গেট থেকে হোস্টেল রোডের ভেতরে মিছিলটি শেষ হয়।


কটন বিশ্ববিদ্যালয়ের আসু ইউনিটের সদস্য কুলদীপ গৌতম শর্মা আজ সাংস্কৃতিক শোভাযাত্রায় পুলিশের বাধা দেওয়ার নিন্দা জানিয়ে বলেছেন, “সাংস্কৃতিক শোভাযাত্রার জন্য ছাত্র একতা সভার আগে থেকে অনুমতি নেওয়া উচিত। শনিবার ছাত্র একতা সভা সাংস্কৃতিক শোভাযাত্রার অনুমতি নিতে গিয়েছিল কিন্তু পুলিশ অ্যাডভান্টেজ অসমের শোভাযাত্রার অনুমতি দেয়নি। বিনা অনুমতিতে সাংস্কৃতিক শোভাযাত্রার ওপর বাধা দেয় পুলিশ। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সামাজিক সপ্তাহ উপলক্ষে রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সাংস্কৃতিক শোভাযাত্রা বের করে। সব বিভাগের শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেন। শোভাযাত্রায় টি অসমের কৃষ্টি-সংস্কৃতি প্রতিফলিত হয়। শোভাযাত্রায় পুলিশের বাধা সহজে নিসে পারেননি সচেতন মানুষ।