বোমা ফেলতে ইজরায়েলকে নিষেধ ট্রাম্পের
২৪ জুন : ইরানে বোমা ফেলতে ইজরায়েলকে নিষেধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেছেন, ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এছাড়াও তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে একই অনুরোধ করেন।
ট্রাম্প বলেন, ইজরায়েল, বোমা ফেলো না। যদি ফেলো, তা হবে একটি বড় ধরনের চুক্তিভঙ্গ। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!
মঙ্গলবার এক ইজরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি, অ্যাক্সিওস, আল-জাজিরা।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অনুরোধের জবাবে নেতানিয়াহু জানান, তিনি হামলা বাতিল করতে পারবেন না এবং এটি অত্যাবশ্যক, কারণ ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
তবে হামলাটি সীমিত পরিসরে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। এতে একাধিক লক্ষ্যবস্তু নয়, বরং কেবল একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও ইজরায়েলকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, তারা যেন কোনও বোমা হামলা না চালায়।

নিজ মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইসরায়েল, বোমা ফেলো না। যদি ফেলো, তা হবে একটি বড় ধরনের চুক্তিভঙ্গ। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!