ভেঙে পড়ল বিমান, মৃত্যু ছয় খনিকর্মীর

২৪ জানুয়ারি : ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। এতে ছয়জনের মৃত্যু ঘটেছে। মৃতরা খনিকর্মী। ঘটনাটি ঘটেছে কানাডায়। বিমানটি ছিল নর্থওয়েস্টার্ন এয়ার লিজের। জানা যায়, বিমানটি উত্তর-পশ্চিমের প্রান্তিক এক হিরের খনিতে যাচ্ছিল। পথে ফোর্ট স্মিথের কাছে সেটি ভেঙে পড়ে।

এ দিকে, বিমানটির মালিকানাধীন সংস্থা নর্থওয়েস্টার্ন এয়ার লিজের (Northwestern Air Lease) তরফে জানানো হয়েছে, দুই ধরনের ব্রিটিশ এরোস্পেস জেটস্ট্রিম মডেলের বিমান রয়েছে তাদের। দুই বিমানে যাত্রী নেওয়ার ক্ষমতা ১৯। বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকপ্রকাশ করেছে তারা। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানা যায়নি। কানাডার পরিবহণ সুরক্ষা বোর্ড জানিয়েছে, তাদের তরফে তদন্তকারীদের একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ছবি প্রতীকী।

Author

Spread the News