বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : মাটি বোঝাই লরির দৌরাত্ম্যে ধলাই সমজেলার বড়জালেঙ্গা (ইস্ট) জিপির জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছেন। শেষমেশ বাধ্য হয়ে শুক্রবার সড়কে খুঁটি পুঁতে দেন স্থানীয় জনগণ।
বড় বড় টিলাভূমি ধ্বংস করে চলছে মাটি পাচারের বাণিজ্য। এমন অভিযোগ স্থানীয় ভুক্তভোগী জনগণ সহ পঞ্চায়েত প্রতিনিধির। স্থানীয়রা জানান, নরসিংহপুর থেকে বড়জালেঙ্গা ইস্ট জিপির দার্বি-কনকপুর সংযোগী গ্রামীণ সড়কটি দিয়ে দিন-রাত মাটির লরি চলাচল করায় সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের যাতায়াতে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। ছোট্ট পরিসরের গ্রামীণ সড়ক দিয়ে দ্রুত গতিতে মাটি বহনকারী লরি চলাচল করায় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এলাকাবাসীর। এছাড়া ধুলো ঝড়ে নাকাল। স্থানীয়রা বলেন, দু’দিন আগে অল্পের জন্য এক স্কুল পড়ুয়া লরির চাপা থেকে রক্ষা পায়। এমন ঘটনায় স্থানীয়রা ক্ষোভে ফুঁসছেন। তাই বাধ্য হয়ে লরিগুলোর পথ বন্ধ করে দেন।


