সাংবাদিকদের বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সংস্থা

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : সাংবাদিকদের জন্য রেহাই মূল্যের রেল ভ্রমণ ব্যবস্থা পুনরপ্রবর্তন করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হল বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা। সংস্থার সভাপতি হারাণ দে এ দাবি জানিয়ে বৃহস্পতিবার শিলচরে মুখ্যমন্ত্রীর হাতে এক স্মারকলিপি তুলে দিলেন।  এ দিন তাঁর সঙ্গে ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হাই লস্করও।

এই স্মারকলিপিতে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা উত্থাপন করা দাবিগুলোর মধ্যে রয়েছে সাংবাদিকদের জন্য জমি আবণ্টনের ব্যবস্থা করা এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি।
মুখ্যমন্ত্রী আন্তরিকতার সঙ্গে স্মারকলিপি গ্রহন করেছেন বলে জানান হারানবাবু।

এ ছাড়াও তিনি কাছাড় ও গোলাঘাট জেলার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মঞ্জুরিকৃত সৈনিক স্কুল দু’টির নির্মাণ কাজ অবিলম্বে শুরু করা ও নভেম্বর মাসে শিলচরে অনুষ্ঠেয় বইমেলার উদ্বোধন করতেও অনুরোধ জানান।

Author

Spread the News