আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতির নবম অধিবেশন অনুষ্ঠিত

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতির নবম অধিবেশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শাখার পরিচালনায় ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর ২০২৫ জলপাইগুড়ি জেলা পরিষদ প্রেক্ষাগৃহে। ভারতবর্ষের বিভিন্ন জেলা থেকে বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা ভাষার টানে উপস্থিত হয়েছেন জলপাইগুড়ি জেলায় তথা প্রতিবেশী দেশ বাংলাদেশ সহ দিল্লি, ত্রিপুরা, কলকাতা, আসানসোল, দুর্গাপুর , কল্যাণী, হুগলী, মেদিনীপুর, শিলিগুড়ি, হ্যামিলটনগঞ্জ বিভিন্ন শাখা থেকে আগত প্রতিনিধিদের নিয়ে জলপাইগুড়ি শহরের অধিবেশন এক আনন্দ মুখর পরিবেশে স্থান পেয়েছে। তিনদিনের এই মিলন মেলায় উপস্থিত  সব সদস্যদের মনে সব দিক দিয়ে এক দারুন ছাপ রেখে গেল। বর্ণাঢ্য পদযাত্রার পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় অধিবেশন বিশিষ্ট অতিথিবৃন্দ এবং ড. আনন্দ গোপাল   ঘোষ, কেন্দ্রীয় সচিব সুভাষচন্দ্র রায় একে একে বিশিষ্ট জনের মূল্যবান বক্তৃতায় প্রেক্ষাগৃহের প্রতিনিধিদের করতালিতে মুখরিত হয়ে ওঠে। উচ্চ  আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসু মূল্যবান বক্তব্য রাখেন।

এছাড়া স্থানীয় ছাত্রদের আলোচনা ছিল “মাতৃভাষার চর্চার বিষয়ে বর্তমান প্রজন্মের ভাবনা।” কেন্দ্রীয় কমিটি দ্বারা আলোচনা চক্র ছিল “বাংলা ভাষা ও সংস্কৃতি প্রচার ও প্রসারে সমিতির ভূমিকা ও দায়বদ্ধতা”। শিক্ষক শিক্ষিকাদের অভিজ্ঞতার আলোকে বর্তমান  প্রেক্ষিতে বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বাংলা ভাষা চর্চা। “জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বাংলা ভাষা সংস্কৃতি চর্চা ” নিয়ে  আলোচনা করেন দুই বিশিষ্ট শিক্ষাবিদ। আলোচনার শেষে আগত শাখা প্রতিনিধিদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে শাখা সভাপতি ধন্যবাদ জানান।
সবশেষে ভারত ও বাংলাদেশ দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *