“ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ড” প্রদান রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : শিলচরের এক অনুষ্ঠান ভবনে রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর শাখার তরফে শনিবার “ন্যশন বিল্ডার অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। সংস্থার তরফে এদিন বরাকের বিভিন্ন বিদ্যালয় থেকে চয়নিত ৭৩ জন শিক্ষক-শিক্ষিকাকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেন সংস্থার কর্মকর্তারা।
এছাড়াও শিশু সংরক্ষণ সংস্থা “এরা আমাদের” থেকে এক শিশু কন্যাকে এডোব করেন রোটারিয়ান মঞ্জরী বর্মা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদদের সংবর্ধনা প্রদান করতে পারায় গর্বিত রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচরের সদস্যরা। “শিক্ষক সমাজের মেরুদণ্ড” শিক্ষক-শিক্ষিকাদের হাত ধরেই যুবক-যুবতীরা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও কর্মনিষ্ঠাকে শ্রদ্ধা জানিয়ে “ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ড” প্রদান করার মূল লক্ষ্য বলে জানিয়েছেন তাঁরা। অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কর্মকর্তাদেরও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এদিন ডাঃ গিরিধারী কর, ডাঃ পৃথ্বীরাজ ভট্টাচার্য, তৈমুর রাজা চৌধুরী, ডাঃ অমিত কালোয়ার, বিশ্বজিৎ বনিক, সন্দীপ সিং ওয়ালিয়া, তাসদিক আলম, ধিরাজ জৈন, মধুমিতা পাল ও অমর তেওয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।