বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : স্কুল থেকে ফেরার পথে কুপিয়ে শিশুকে খুন করল দুষ্কৃতিরা। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন শিশুটির মা। লোমহর্ষক কাণ্ডটি ঘটেছে উত্তর ত্রিপুরার শনিছড়ায়। জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর শিশুকে নিয়ে স্কুটি করে বাড়ি ফিরছিলেন মা বিজয়া সিনহা। অর্জুনটিলা অঞ্চলে পৌঁছলে দুষ্কৃতিরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এতে শিশুটির মৃত্যু হয়। এবং আশঙ্কাজনক অবস্থায় বিজয়া সিনহা শিলচর মেডিক্যালে চিকিৎসাধীন।
এ ঘটনার পর বেশ উত্তেজনা সৃষ্টি হয়। রাতে দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন জনতা। এছাড়া ময়নাতদন্ত নিয়ে হাসপাতালেও উত্তেজনাও দেখা দেয়। আজ ময়নাতদন্ত হবে না বলে জানালে সৃষ্টি হয় উত্তেজনা।
সংবাদ সূত্রে জানা যায়, বিজয়ার স্বামী ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে বলে অভিযোগ রয়েছে।


