সোনাই ও কচুদরম থানার নতুন ভবন কাজের শিলান্যাস মন্ত্রী হাজরিকার

বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। সোমবার বিকেলে সোনাই ও কচুদরম থানার নতুন ভবন কাজের শিলান্যাস করে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজরিকা। তিনি জানান, বিজেপি সরকারের আমলে কল্যাণকামী কাজ হয়েছে। তাই আগামীতেও এনডিএ জোটের প্রার্থীকে সোনাই থেকে জয়ী করতে আহবান জানান তিনি। সরকারের উন্নয়নমূলক কাজকর্মের প্রশংসা করে বক্তব্য রাখেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া।

অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, জেলার জ্যেষ্ঠ পুলিশ অধিক্ষক পার্থপ্রতিম দাস, ধলাইর বিধায়ক নিহাররঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *