১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মেহেরপুর প্রিমিয়ার লিগ, নিলামে ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : আগামী ১ ডিসেম্বর থেকে এমপিএল কন্ট্রোলারের উদ্যোগে শিলচর মেহেরপুর পাঁচঘরি রোডে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে মেহেরপুর প্রিমিয়ার লিগ। লিগ নিয়ে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এর আগে রবিবার খেলোয়াড়দের নিলাম হয়। এদিন ৮টি দলের মধ্যে প্রায় ১২৭ জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে ২৮০০ পয়েন্টে সবচেয়ে বেশি দামে নিলাম হন রিপ্পু আহমেদ। তাঁকে কিনেছেন নাইট সুপার কিংস। 

চ্যাম্পিয়ন দল পাবে পুরস্কার হিসেবে ৪০ হাজার টাকা সঙ্গে একটি  ট্রফি। রানার্স দল ২০ হাজার টাকা সঙ্গে ট্রফি। সেরা খেলোয়াড়ের জন্য রয়েছে ৩২ ইঞ্চি টিভি সঙ্গে একটি ট্রফি। এছাড়াও আরও বিশেষ আকর্ষণিয় ট্রফি রয়েছে।

এদিন মেহেরপুর প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিলামি অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জুনেদ আহমেদ, রিপু মজুমদার, প্রসেনজিৎ রায়, সাহেদ বড়ভূইয়া, রাজা লস্কর প্রমুখ।

১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মেহেরপুর প্রিমিয়ার লিগ, নিলামে ব্যাপক সাড়া

উল্লেখ্য, ৮ দল এই নিলামে অংশগ্রহণ করে। দলগুলো হল দ্যা সিলিড, নাইট সুপার কিংস, মেহেরপুর ইন্ডিয়ানাস, এমএ সুপার কিংস, আলিটিকর চ্যালেঞ্জরাস, শিলচর লাইভ কেয়ারস, কাবিউয়রা সুপার লিগেন্ডস ও আরভি ব্রাদার্স।

Author

Spread the News