দায়িত্ব নিয়েই মেক্সিকো, কানাডা ও চিনের ওপর নতুন শুল্ক আরোপ : ট্রাম্প
২৬ নভেম্বর : প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ট্রাম্প মেক্সিকো, কানাডা এবং চিনের ওপর নতুন শুল্ক আরোপ করবেন। নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন। অবৈধ অভিবাসন এবং মাদক পাচার রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেছেন।
২০২৫ সালের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, যেখানে মেক্সিকো এবং কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং চিনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। বিশেষত ফেন্টানিল মাদকের পাচার রোধে চিনকে বাধ্য করতে এই শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ বলেছেন, মেক্সিকো এবং কানাডা অবৈধ মাদক এবং অভিবাসনের সমস্যাগুলি সমাধান করতে সক্ষম। এই সমস্যার সমাধান না হলে শুল্ক কার্যকর থাকবে। তিনি আরও বলেন, “এখন সময় হয়েছে তাদের জন্য বড় মূল্য চোকানোর।”
চিনের প্রতি কঠোর অবস্থান নিয়ে ট্রাম্প জানান, চিনা কর্মকর্তারা ফেন্টানিল পাচারকারীদের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি দিয়েও তা মানেননি। বাইডেন প্রশাসনও চিনকে ফেন্টানিলের উপাদান উৎপাদন বন্ধ করতে আহ্বান জানিয়ে আসছে।