দুই সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, থানার দ্বারস্থ স্বামী

বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : ত্রিপুরার সান্তির বাজার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত খলাবাড়ি এলাকায় স্বামী ও দুই সন্তানকে বাড়িতে রেখে নিখোঁজ এক গৃহবধূর সন্ধান মিলছে না—এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে উদ্বেগ ও তীব্র চাঞ্চল্য। নিখোঁজ গৃহবধূ সঙ্গীতা ভিল কয়েকদিন আগে রহস্যজনকভাবে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে একাধিক জায়গায় খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে অবশেষে তার স্বামী বামুটিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।

সঙ্গীতার স্বামী জানান, হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যান স্ত্রী। প্রথমে ভেবেছিলেন হয়তো আগের মতো অভিমান করে আত্মীয়ের বাড়িতে গিয়েছে। কিন্তু এবার কোথাও কোনও খোঁজ মিলছে না। দু’টো ছোট বাচ্চা নিয়ে আমি এখন দিশেহারা। কী করবো কিছুই বুঝতে পারছি না। তিনি আরও জানান, আগে ব্যক্তিগত কলহের জেরে স্ত্রী কয়েকবার বাড়ি ছেড়ে গেলেও পরে নিজেই ফিরে আসতেন। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না, যা তাকে চরম উদ্বেগে ফেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *