এনআইটি কাণ্ড : ডিন-কে অপসারণের আশ্বাস ডিরেক্টরের, তবুও অনশন অব্যাহত

বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : আগামী দুই দিনের মধ্যে বর্তমান ডিন অধ্যাপক বিকে রায়কে অপসারণ করার আশ্বাস পেলেও অনশন ভঙ্গ করেনি শিলচর এনআইটি-র পড়ুয়ারা। শুক্রবার কলকাতা থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) এর ডিরেক্টর অধ্যাপক দিলীপকুমার বৈদ্য ক্যাম্পাসে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আশ্বস্ত করেছেন আগামী দুই দিনের মধ্যে বর্তমান ডিন অধ্যাপক বিকে রায়কে অপসারণ করবেন। কিন্তু লিখিত আশ্বাস চেয়ে অনশন আন্দোলন অব্যাহত রাখেন।

এনআইটি কাণ্ড : ডিন-কে অপসারণের আশ্বাস ডিরেক্টরের, তবুও অনশন অব্যাহত
পড়ুয়াদের অনশন অব্যাহত।

তৃতীয় বর্ষের এক ছাত্রের আত্মহত্যার অভিযোগে গত পাঁচ দিন ধরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে চলছে ক্যাম্পাসের শিক্ষার্থীদের। সময়মতো তাদের কাছে পৌঁছাতে না পারার জন্য অধ্যাপক বৈদ্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তাদের আশ্বস্ত করেন যে অধ্যাপক রায়কে পদ থেকে অপসারণ করা হবে। তিনি বলেন, পুলিশ জানায় ১৫ সেপ্টেম্বর ইনস্টিটিউটের হোস্টেল-৭ থেকে ওই ছাত্রের লাশ পাওয়া যায়। “যে ছাত্রটি মারা গেছে তার প্রতি আমরা সহানুভূতিশীল, এবং আমরা আপনার আন্দোলনকে সম্মান করি। সময়মতো পৌঁছাতে না পারার জন্য আমরা আপনার কাছে ক্ষমাপ্রার্থী। আমরা আগামী দুই দিনের মধ্যে সমস্ত দাবি পূরণ করতে প্রস্তুত,” বলেছেন ডিরেক্টর।

এনআইটি কাণ্ড : ডিন-কে অপসারণের আশ্বাস ডিরেক্টরের, তবুও অনশন অব্যাহত
আত্মঘাতী পড়ুয়া কোজ বোকারের ফাইল ছবি।

এ দিকে, ঋষিকান্ত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ডিরেক্টরের সঙ্গে কথা হয়েছে তাদের। তিনি বলেন, তাদের দাবিগুলো পূরণ হবে বলে লিখিত ভাবে দিতে হবে মৌখিক নয়। লিখিত ভাবে জানালে তারা অনশন গুলে নেবেন বলে জানান। তাদের দাবি যতদিন পর্যন্ত পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

Author

Spread the News