করিমগঞ্জে আরকে জৈন ফুটবল পূজার পর
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : করিমগঞ্জে বরাক উপত্যকার অন্যতম আকর্ষণ আরকে জৈন ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী দুর্গা পূজার পর। এই খেলাতে আটটি দল অংশ নেবে। উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি কলকাতা থেকে আসছে দুটি দল।শুক্রবার জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমন কথা ঘোষণা করলেন সংস্থার সভাপতি ও সচিব।এই খেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলার ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।তবে এই আর কে জৈন শুধু এবার নয় প্রতিবছর চালিয়ে যেতে জৈন পরিবারের সঙ্গে মৌ চুক্তি করতে যাচ্ছে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। ইতিমধ্যে সর্বভারতীয় ও রাজ্যে ফুটবল সংস্থাকে অবগত করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।
এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন সভাপতি অমলেশ চৌধুরী, সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী, দাতা পরিবারের পক্ষে সুমিত জৈন ও উনার সহযোগী রত্নদীপ সেন, সহ-সভাপতিগণ তাপস পুরকায়স্থ, অশোক দত্ত ও অজয় কুমার দাস, যুগ্ম সম্পাদক সন্দীপ সেন ও দীপঙ্কর আদিত্য, জাতীয় ফুটবলার অনুপ ভট্টাচার্য, কোষাধক্ষ্য অসীম ভট্টাচার্য, ফুটবল সচিব মৃনাল কান্তি দাস, ইনডোর সচিব সায়ন্তন স্বামী এবং গ্রাউন্ড সচিব আশিস নাগ।