ছোটজালেঙ্গার দাসগ্রামে পুকুরে ভেসে উঠল পাহারাদারের দেহ

বরাক তরঙ্গ, ৭ জুলাই : পুকুরে ভেসে উঠল পাহারাদারের দেহ। শুক্রবার বড়জালেঙ্গা জিপির ছোটজালেঙ্গা দাসগ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। জানা যায়, উদ্ধার হওয়া লাশটি হল শিলকুড়ি জিপির ধরমখালের বাসিন্দা বিজন ভুমিজের ছেলে সিপুল ভুমিজের (৪০)। সিপুল শিলকুড়ির অনিল চন্দ্র দাসের ছোটজালেঙ্গা দাসগ্রামে অবস্তিত পুকুরে পাহারাদার হিসাবে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুর ১ টা নাগাদ হঠাৎ স্থানীয়রা একটি মরদেহ পুকুরের জলে ভাসতে দেখে সঙ্গে  সঙ্গে ধোয়ারবন্দ থানাশ খবর দেন।

এদিকে খবর পেয়ে ধোয়ারবন্দ থানার ওসি প্রবীণ বে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। তিনি সার্কল অফিসার কুমার গৌরব দাসের সঙ্গে কথা বলেন। তারপর সার্কল অফিসারের নির্দেশে ঘটনাস্থলে ছুটে আসেন বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের বিডিও পারোমিতা দেব। ঘটনাস্থলে এসে পুরো ঘটনার বৃতান্ত সংগ্রহ করেন বিডিও এবং  ধোয়ারবন্দ থানার ওসি। তারপর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে লাশ চিহ্নিত করে দেখা হয় এটি সিপুল ভুমিজের মরদেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

ছোটজালেঙ্গার দাসগ্রামে পুকুরে ভেসে উঠল পাহারাদারের দেহ

এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বিডিও পারোমিতা দেব বলেন উদ্ধার করা লাশের মৃত্যুর কারন এখনও জানা যায়নি যদিও জলে ডুবে মৃত্যু হয়েছে কিন্তু ময়নাতদন্তের পর আর-ও কিছু  রহস্যময় ব্যাপার থাকলে জানা যাবে। এনিয়ে তিনি ধোয়ারবন্দ থানার ওসিকে ঘটনার সঠিক তদন্তের কথাও বলেন।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News