মাধবপুরে আবৃত্তিতে স্বর্ণ পদক শিলচরের দিবায়নের

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : সুরনন্দন ভারতীর সর্বভারতীয় পরীক্ষায় আবৃত্তিতে  স্বর্ণ পদক পেলেন শিলচরের দিবায়ন দাস।  তাঁর এই সাফল্য আসে সপ্তম বর্ষের পরীক্ষায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতী সভাগৃহে আয়োজিত সুরনন্দন ভারতীর সমাবর্তন অনুষ্ঠানে দিবায়নকে শংসাপত্র ও পদক দিয়ে সম্মানিত করেন পণ্ডিত মল্লার ঘোষ, বাচিক শিল্পী মল্লিকা ঘোষ, ইন্দ্রাণী চক্রবর্তী, আগরতলা প্রেস ক্লাবের সহ-সভাপতি চিত্রা রায় প্রমুখ। এদিন দিবায়নের পাশাপাশি প্রতিষ্ঠানের কৃতী ছাত্রছাত্রীদেরও সম্মানিত করা হয় সুরনন্দন ভারতীর পক্ষ থেকে।

ত্রিপুরার প্রখ্যাত আবৃত্তি শিক্ষার প্রতিষ্ঠান শ্রুতিপুরমের অনলাইনের ছাত্র দিবায়ন। বেশ কয়েক বছর ধরে শ্রুতিপুরমের অধ্যক্ষা ইন্দ্রানী চক্রবর্তীর কাছে আবৃত্তি  প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। ছোটবেলা থেকে নাচ-গান-আবৃত্তি চর্চা করে চলছেন। ইতিমধ্যে বংগীয় সগীত পরিষদ থেকে রবীন্দ্র সঙ্গীত, কত্থক ও রবীন্দ্র নৃত্যে বিশারদ সম্পন্ন করেছেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ছাত্র দিবায়ন। সমাবর্তনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্য-এর রানার কবিতা পরেবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *