রাজনৈতিক বিতর্ককে সঙ্গী করেই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর

৭ ডিসেম্বর : নিরাপত্তায় মোড়া বেলডাঙা-রেজিনগর। মোতায়েন RAF, পুলিশ। একাধিক জায়গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প, অশান্তি এড়াতে টহল। সবকিছুর মধ্যেই রাজনৈতিক বিতর্ককে সঙ্গী করেই পশ্চিমবঙ্গে হয়ে গেল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। আরও একবার মসজিদ শিলান্যাসের মঞ্চ থেকেই হুঙ্কার ছাড়লেন হুমায়ুন কবীর, কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সেই সঙ্গে মসজিদ নির্মাণ নিয়ে করলেন চমকে দেওয়া দাবি। সভায় উপস্থিত সংখ্যালঘুদের উদ্দেশে বার্তা দিলেন, ‘ক্রমেই মুসলিম প্রার্থী কমাচ্ছে তৃণমূল। ৯০টি সংখ্যালঘু প্রধান আসনে মুসলিম প্রার্থীদের জেতান’।

মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রেজিনগরের সভা থেকে তীব্র আক্রমণ শানিয়ে বললেন, ‘২০১১ সালে তৃণমূলের ৬৭ জন সংখ্যালঘু বিধায়ক ছিলেন। ২০১৬-তে কমিয়ে করলেন ৫৭। ২০২১-এ সেটাও নামিয়ে আনলেন ৪৪ জনে ‘। আগামী সোমবারই নিজের নতুন দল ঘোষণার কথা বলে দিয়েছেন। মুর্শিদাবাদ থেকেই ঘোষণা হবে দল। আর সেই দল প্রার্থী থেকে বহু বিধানসভাকেন্দ্রে। সেই দল ঘোষণা আগেই ছাব্বিশে ৯০ আসনে সংখ্যালঘু প্রার্থীদের জেতানোর আহ্বান জানালেন হুমায়ুন কবীর। তাণর ইঙ্গিতপূর্ণ বার্তা, ‘২৯৪-এর মধ্যে ২০৪ আসনে মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারীর লড়াই হোক। কে মুখ্যমন্ত্রী হবে, তাঁরা ঠিক করুন, তাঁরা ক্ষমতায় থাক। আমরা বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব’।

এদিকে যে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে এত বিতর্ক, সেই মসজিদ নির্মান করতে সরকারি টাকা লাগবে না আগেই মন্তব্য করেছিলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আবারও মঞ্চ থেকে একই কথা বললেন তিনি। হুমায়ুনের দাবি, বাবরি মসজিদ নির্মাণে টাকার অভাব হবে না। রাজ্যের প্রায় সব জেলা থেকে বহু মানুষ আর্থিক সাহায্য করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংস্থা নাকি ৮০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাঁকে। তাই মসজিদ নির্মাণে টাকার কোনও অভাব হবে না বলে এতটা প্রত্যয়ী হুমায়ুন।

রেজিনগরের সভা থেকেই সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন ঘোষণা করলেন, ৩ কাঠা জমির উপর তৈরি হবে মূল বাবরি মসজিদ। ২৫ বিঘা জমির উপর মসজিদ চত্বরেই তৈরি হবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়।

হুমায়ুনের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মত, সংখ্যালঘু কার্ড খেলছেন হুমায়ুন কবীর। আর তৃণমূলের দাবি, সংখ্যালঘু প্রার্থীর বিষয়ে মিথ্যে তথ্য দিচ্ছেন হুমায়ুন। সব মিলিয়ে মসজিদ শিলান্যাসের দিনেও রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার ভোটের আগে এই জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।
খবর : ABP Ananda

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *