মুসলিমদের সাংবিধানিক অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে ফোরাম

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : মুসলিমদের সংবিধান প্রদত্ত অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে নর্থ ইস্ট শহরিয়া প্রটেকশন ফোরাম। শনিবার উত্তর কৃষ্ণপুর  আন নুর সিনিওয় সেকেন্ডারি স্কুলে সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানালেন সংগঠনের সভাপতি আইনজীবী আবু ইউসুফ চৌধুরী। তিনি পরিস্কার ভাবে জানান, মুসলিমদের সংবিধান প্রদত্ত ধর্মীয় অধিকার আদায়ের লক্ষ্যে গত ১ অক্টোবর রাজনীতির উর্ধে উঠে  উত্তরপূর্বাঞ্চলের ধর্মীয় সব সংগঠনের আলিম উলামাদের একমঞ্চে ডেকে এনে অরাজনৈতিক ধর্মীয় সংগঠনটি আত্মপ্রকাশ করেছে গুয়াহাটিতে। সংগঠনের উদ্দেশ্য  ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, সংবিধান দেশের মুসলিমদের যে সমস্ত অধিকার আদায়ের সুযোগ দিয়েছে। যেমন মুসলিম পার্সোনেল লো, শহরিয়া আইন, ওয়াকফ বোর্ড সেগুলো সংবিধান স্বীকৃত। সেই আইনগুলো বর্তমানে৷ যথাযত ভাবে ভোগ করা থেকে বঞ্চিত  করা হচ্ছে মুসলিম সমাজকে। তাই এই অধিকারগুলো আদায়ের লক্ষ্যে আইনি লড়াই চালিয়ে যাবে সংগঠন। এছাড়াও মুসলিম সমাজে শিক্ষার প্রসারে কাজ করে যাবে সংগঠন।

তিনি এও জানান, গুয়াহাটি হাইকোটের সিনিয়র আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীকে সংগঠনের মুখ্য উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে। এছাড়া উত্তরপূর্বাঞ্চলের সাতটি রাজ্য থেকে ধর্মীয় আলিম উলামাদের নিয়ে একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসাবে রয়েছেন আবু ইউসুফ চৌধুরী, সহসভাপতি পদে রয়েছেন মওলানা সাবির হোসেন চৌধুরী আল আজহারি, মুফতি মাহবুবুল আলম বড়ভূইয়াকে সাধারন সম্পাদক, ডঃ মকলিচুর রহমানকে যুগ্ম সম্পাদক মনোনীত করে শক্তিশালী কমিটি গঠন  করা হয়েছে।

উপদেষ্টা মণ্ডলী তে অন্যান্যদের মধ্যে রয়েছেন মওলানা ইউসুফ আলি, আমিরে শরিয়ত উত্তরপূর্ব ভারত, মওলানা আব্দুল নুর সাধারন সম্পাদক আহলে সুন্নত ওয়াল জামাত, মওলানা আতাউর রহমান,  হিফজুর রহমান কাজার সহ অনেকে।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News