বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : অগপর ভ্রাতৃ সংগঠন সংখ্যালঘু পরিষদের সোনাই বিধান পরিষদের নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হোসেন লস্কর। সম্মানিত মূল্যবান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগপ সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সম্পাদিকা আয়েশা সুলতানা চৌধুরী। সভার শুরুতেই সংখ্যালঘু পরিষদের সোনাই বিধান পরিষদের সভাপতি নাসিম আহমেদ লস্কর সহ অন্যান্য পদাধিকারীদের ফুলন গামছা দিয়ে স্বাগত জানান আয়েশা সুলতানা চৌধুরী, হায়দর হোসেন লস্কর এবং অগপ সোনাই বিধান পরিষদের উপ-সভাপতি জমিল আহমদ বড়ভূইয়া।সভাপতি হায়দর হোসেন লস্কর বক্তব্যে দলীয় আদর্শ, নীতি ও নিয়ম মেনে চলার উপর জোর দিয়ে বলেন, অগপ দলের এককালে সোনাই কেন্দ্রে বিধায়ক ছিলেন প্রয়াত আনোয়ার হোসেন লস্কর। বর্তমানে আয়েশা সুলতানা চৌধুরী সোনাইয়ে অগপ সংগঠনকে মজবুত করার কাজ করে যাচ্ছেন। নবনিযুক্ত সভাপতি নাছিম আহমেদ লস্কর বলেন, সোনাইতে বেশিরভাগ সময় বৈরাগতরা বিধায়ক হয়ে উন্নয়নের নামে জনগণকে প্রতারিত করেছে। অগপ দলের কোনও প্রতিনিধি না থাকলেও আয়েশা সুলতানা চৌধুরী সোনাইবাসীদের সুখ-দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন এবং বর্তমানেও অগপ দলের হয়ে দিন-রাত কাজ করে যাচ্ছেন। এর বিনিময়ে অগপ দল আয়েশা বেগমকে আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট প্রদান করুক—এই জুড়ালো দাবি তিনি তুলে ধরেন।
সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সম্পাদিকা আয়েশা সুলতানা চৌধুরী বক্তব্যে বলেন, অগপ দলের কেন্দ্রীয় সভাপতি অতুল বরা ও কার্যকরী সভাপতি কেশব মোহন্ত সবসময় সোনাইয়ের দলীয় কর্মীদের পাশে রয়েছেন। টিকিট প্রদানের ক্ষেত্রে দলীয় কর্মীদের প্রথম অগ্রাধিকার দেওয়া হয়। তাই আগামী বিধানসভা নির্বাচনে সোনাইতে মিত্রজোটের প্রার্থী হিসেবে অগপ দলের সত্যিকারের কর্মীকেই টিকিট দেওয়া হবে এবং তিনি বিপুল ভোটে জয়ী হবেন। এতে কংগ্রেসে ও এআইইউডিএফের অপপ্রচার ও দুর্নীতি থেকে সোনাইবাসীর মুক্তি মিলবে।অন্যান্য বক্তা হিসেবে অগপর জেলা কমিটির বেবুল হোসেন লস্কর, সোনাই বিধান পরিষদের উপ-সভাপতি জমিল আহমেদ বড়ভূইয়া ও আমির হোসেন বড়ভূইয়া সবাই সংঘটনকে তৃণমূল পর্যায়ে দলকে মজবুত করা এবং আয়েশা সুলতানা চৌধুরীর টিকিট দাবির কথা নিজ-নিজ বক্তব্যে তুলে ধরেন। সভা পরিচালনা করেন জমিল আহমেদ বড়ভূইয়া। রবিবার সন্ধ্যায় এই সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহিদ আহমদ লস্কর, শাহাজান আলম চৌধুরী, জাইরুল হাসান বড়ভূইয়া, মহিম উদ্দিন লস্কর, ছইফ উদ্দিন বড়ভূইয়া, রাহেতুন বেগম সহ অন্যান্যরা।



