সিলিন্ডারে আগুন, অল্পের জন্য রক্ষা
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : অল্পের ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল এক বসতবাড়ি। গ্যাস সিলিন্ডারে আচমকা আগুন লেগে যায়। ঘটনাটি বড়খলা দ্বিতীয় খণ্ডে পাতাখাইপারের। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ পাতাখাইপারের কমরুল ইসলাম বড়ভূইয়ার ঘরের গ্যাস চুলায় জল গরম করতে গিয়ে সিলিন্ডারের পাইপে আচমকা আগুন লেগে যায়। চোখের পলকে আগুন সিলিন্ডারের মুখে চলে যায়, সঙ্গে সঙ্গে ঘরের মানুষ সিলিন্ডারটি বাইরে নিয়ে যান। এতে আগুন সময়ে সময়ে বেড়ে গেলে স্থানীয়রা খবর দেন বড়খলা থানায়।
খবর পেয়ে বড়খলা থানার সহকারী ওসি মণিরাম কলিতা ও এসআই গোবিন্দ শীল অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।