জ্বালানি সঙ্কট, গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি বন্ধ হয়ে গেল

২ নভেম্বর : ইজরায়েলের টানা অবরোধের কারণে জ্বালানি সঙ্কটের জেরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র ক্যান্সার হাসপাতালটি বন্ধ হয়ে গেছে।

বুধবার বন্ধ হয়ে যায় হাসপাতালটি। এর মধ্য দিয়ে মানবিক বিপর্যয় আরো চরমে পৌঁছলো অবরুদ্ধ ওই উপত্যকায়। টানা প্রায় একমাস ধরে গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল।

ফলে ভূখণ্ডটিতে স্বাস্থ্যসেবা পরিষেবা
হুমকির মুখে পড়েছে। কাতার ভিত্তিক
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অব্যাহত অবরোধের মধ্যে জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে সেখানকার একমাত্র ক্যান্সার হাসপাতালটির পরিষেবা বন্ধ হয়ে গেছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। খবর রিডমিক নিউজ।

Author

Spread the News