কাজে সন্তোষ হয়ে এমএসএফ কর্মীদের উৎসাহিত করলেন ডিএসপি
বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : এমএসএফ কর্মীদের সামাজিক কাজকর্মে দেখে সন্তুষ্ট হলেন করিমগঞ্জের ডিএসপি জেমস এ সাঙ্গাতে। মঙ্গলবার সরকারি বাসভবনে ডেকে বিশিষ্ট সমাজসেবী তথা এনএসএফ এর বরাক ভ্যালির ইনচার্জ মওলানা বদরুল হকের হাতে শংসাপত্র তুলে দেন এবং বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে উৎসাহিত করেন। মঙ্গলবার করিমগঞ্জ জেলা প্রশাসনের স্পেশাল ব্রাঞ্চের ডিএসপি জেমস এ সাঙ্গাতে উল্লেখিত সংস্থার বরাক ভ্যালি জোনের ইনচার্জ তথা ছাত্রনেতা বদরুল হক ও তার টিমকে নিজ বাস ভবনে ডেকে শংসাপত্র সহ গামছা, ফুলের তোড়া ও উপহার সামগ্রী দিয়ে উৎসাহিত করেন। এতে প্রশাসনের এই কর্তা নিজ বার্তায় এমএসএফ কর্মীদের আরও বেশী করে সামাজিক কাজকর্ম চালিয়ে যাবার পরামর্শ দেন।
তাঁর কথায় সমাজকে সঠিক দিশা দেখাতে পারলে আখের লাভ হয় গোটা সমাজের। সমাজ থেকে কুসংস্কার সহ অসামাজিক অপরাধ দমন করতে সামাজিক সংগঠনগুলোর অবদান তাৎপর্যবহ। এতে তিনি অন্যান্য সামাজিক সংগঠনগুলোর সক্রিয় সহযোগিতা কামনা করেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষে উপহার পেয়ে এমএসএফের কর্মী বদরুল বাবু সহ অন্যরা বেজায় খুশি ব্যক্ত করে ভবিষ্যতে ব্যাপক হারে সামাজিক কাজকর্ম চালিয়ে যাবার প্রতিশ্রুতি দেন।
এ দিন ডিএসপি কিছু উপদেশমূলক পরামর্শ দিয়ে বলেন, জীবনে যতদিন পর্যন্ত সমাজ সেবায় নিয়োজিত থাকবেন সমাজের সব শ্রেণীর মানুষকে এক চোখে দেখবেন। সত্যের পথে চলবেন নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। ধর্ম বিশেষ কাজ না করে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে মিলেমিশে কাজ করবেন। তোমাদের সামাজিক কাজ দেখে যেন অন্যরাও সামাজিক কাজে অনুপ্রাণিত হয়।