নিট পরীক্ষার ফলাফলে ব্যাপক দুর্নীতির, পূর্ণাঙ্গ তদন্তের চাইল ডিএসও

বরাক তরঙ্গ, ১০ জুন : এবারের ‘নিট- ইজি এন্ট্রান্স’ পরীক্ষার ফল প্রকাশে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আজ এআইডিএও’র সর্বভারতীয় কমিটি দেশব্যাপী প্রতিবাদ দিবস পালনের আহ্বান জানায়। এই আহ্বানে সাড়া দিয়ে শিলচরে সংগঠনের পক্ষ থেকে জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশে একটি স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে জাতীয় শিক্ষা নীতি, ২০২০ শিক্ষার কেন্দ্রীকরনের উদ্দেশ্যে মেডিকেল ও ইন্জিনিয়ারিং কলেজে ভর্তির ক্ষেত্রে যে এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার ব্যবস্থা ছিল তা তুলে দিয়ে সর্বভারতীয় স্তরে একটি পরীক্ষা আয়োজনের সুপারিশ করেছিল। এরই পরিপ্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ গঠিত হয়। এই নতুন ব্যবস্থায় পরীক্ষা প্রচুর দুর্নীতি হওয়ার আশংকা এআইডিএও শুরুতেই করেছিল তা আজ স্পষ্ট হয়ে গেছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে এনটিএ বৃহৎ কোচিং সেন্টারের সাথে যোগসাজশ করে ব্যপক দুর্নীতি করেছে যা সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে।

প্রথমতঃ এই পরীক্ষার ফল ১৪ জুন ঘোষণা করার কথা থাকলেও তা সাধারণ নির্বাচনের ফল ঘোষনার দিন অর্থাৎ ৪ জুন দশ দিন এগিয়ে ঘোষণা করা হয়। এতে লক্ষ্য করা যায় যে ৬৭ জন জন ছাত্র ছাত্রী পুরো নম্বর অর্থাৎ ৭২০ পেয়ে যায়। গত বছর যেখানে মাত্র দু”জন সেই নম্বর লাভ করেছিল। এছাড়াও হরিয়ানার একটি সেন্টারের ছয় জন ছাত্র ছাত্রী সর্বোচ্চ নম্বর পায় যা সম্পূর্ণ অস্বাভাবিক ঘটনা। দ্বিতীয়ত এটা লক্ষ্য করা গেছে যে কিছু ছাত্র ৭১৮/৭১৯ জন নম্বর পায় যা কার্যতঃ অসম্ভব। পরবর্তীতে প্রবল বিরোধিতার মুখে পড়ে এনটিএ জানায় যে তারা গ্রেস মার্ক প্রদান করেছে অথচ এই পরীক্ষায় গ্রেস মার্ক প্রদানের কোন নিয়ম ছিল না। এছাড়াও পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। কয়েকজনকে পাটনা শহর থেকে গ্রেফতারও করা হয় কিন্তু এনটিএ তা মানতে রাজি না হওয়াতে অপরাধীরা ছাড়া পেয়ে যায়। এভাবে ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে কেন্দ্র সরকার ছিনিমিনি খেলছে বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়। স্মারকপত্রে রাষ্ট্রপতির নিকট দাবি জানানো হয় যে নিট- ইজি এন্ট্রান্স পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে এর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

এছাড়া দুর্নীতিগ্রস্ত এনটিএ কে পরীক্ষা আয়োজনের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে এবং সরকার নিজ দায়িত্ব ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষা আয়োজন করতে হবে।

Author

Spread the News