ধলাইয়ে জনতার হাতে ধরা পড়ল মাদক পাচারকারী, উদ্ধার হেরোইন
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২ জুন : জনতার হাতে ধরা পড়ল দুই মাদক পাচারকারী। সোমবার ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের ভাগা-শেরখান সড়কের খাসপুর শিবমন্দিরের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় জনতা দুই মিজো যুবককে আটক করেন। পরে তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ধলাই থানার সাব ইন্সপেক্টর ধর্মেশ্বর ডেকা, অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর সন্তোষ কুমার দাস, লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ শ্যামলী গগৈ এবং সোনাই সার্কল ইন্সপেক্টর রবিন টিমুং ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, তারা ভাগাবাজারের জনৈক ব্যবসায়ীর কাছ থেকে এই মাদকদ্রব্যগুলি সংগ্রহ করেছিল। ধলাই পুলিশ ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। জনতা কর্তৃক মাদক পাচারকারীদের আটক এবং মাদকের এমন বড়সড় উদ্ধার এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা হল মিজোরামের কলাশিপ জেলার ভাইরেংটি থানা এলাকার সাইপাইয়ের বাসিন্দা রোতহাস কিমা (২৫) এবং জেম্স লুলরিনমাউইয়া (৩২)। তাদের কাছ থেকে ২৫টি ছোট ছোট কৌটায় ভরা ১১.৬৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
