চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু, উত্তেজনা
বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : ফের শিলচরে চিকিৎসকের অবহেলার দরুন নবজাতকের মৃত্যু ঘটল। এমন অভিযোগে শিলচর ঘনিয়ালার বেসরকারি হাসপাতাল মেডিল্যান্ডে উত্তেজনা দেখা দেয়। পাঁচ গ্রামের বাসিন্দা দিলওয়ার হুসেন বড়ভূইয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রী আম্বিয়া বেগমকে মেডিল্যান্ডে ভর্তি করেন। তিনি বলেন, স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে নিয়মিত চেকআপ করিয়ে আসছেন চিকিৎসক তিলক উপাধ্যায়ের কাছে। রবিবার বিকেলে স্ত্রীর প্রসব যন্ত্রণা বাড়লে তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। এবং তার পরামর্শে তিনি মেডিল্যান্ডে নিয়ে আসেন স্ত্রীকে। চিকিৎসক তার স্ত্রীকে দেখে একটি ইনজেকশন দিয়ে ব্যাথা কমিয়ে বলেন রাত একটা নাগাদ অপারেশন করবেন।
দিলওয়ার বলেন, ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর তার স্ত্রী তাকে জানায় সন্তানের কোন নড়াচড়া টের পাচ্ছেন না। কিন্তু এরপর থেকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি পাননি। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ চিকিৎসক এসে আম্বিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং কিছু সময় পর এক সিস্টার তাকে জানিয়েছেন সন্তানের মৃত্যুর খবর। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়। তবে এ বিষয়ে চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের কোন মন্তব্য জানা যায়নি।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।