ধানক্ষেতের জমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, সন্দেহ খুন, আটক ১

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : পশ্চিম কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী নিশ্চিন্তপুর গ্রামে এক নৃশংস খুনের ঘটনা ঘটনা ঘটেছে। শনিবার ভোরে স্থানীয় হানই মিয়ার ছেলে জমরুল ইসলাম ওরফে সাজাইকে ধানক্ষেতে মৃত অবস্থায় উদ্ধার হয়। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।

জানা গেছে, জমরুল ইসলাম সহ নিশ্চিন্তপুর গ্রামে দুই যুবক শুক্রবার বিকেলে মেঘালয় থেকে বাড়িতে ফিরছিল। অপর দুই যুবক নিজেদের বাড়িতে ফিরে গেলেও জমরুল নিজের বাড়িতে পৌঁছায়নি।

সকালে জমরুলের বাবা হানই মিয়া ছেলেকে খুজতে বের হলে বাড়ির কিছু দু’রের ধানক্ষেতে তার ছেলের মৃতদেহ দেখতে পান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রামের মানুষ এসে জড়ো হন। খবর পেয়ে গুমড়া থেকে পুলিশদল নিয়ে ছুটে আসেন ইনচার্জ প্রণব মিলি।

তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এটি শিলচর মেডিক্যাল কলেজে পাঠান। সঙ্গে গতরাতে জমরুলের সঙ্গে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *