ফের কদমতলায় ভয়াবহ ডাকাতি! পুলিশের নিষ্ক্রিয়তায় ফুসছে জনতা
বরাক তরঙ্গ, ২৪ মে : মাত্র দু’দিনের ব্যবধানে ফের ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটল উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন পশ্চিম লালছড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে। গভীর রাতে আতঙ্কের শিহরণ ছড়িয়ে পড়ে আশুতোষ নাথের বাড়িতে, যখন একদল ডাকাত চুপিসারে রান্নাঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে মূল ঘরে। আশুতোষবাবুর বক্তব্য অনুযায়ী, শুক্রবার রাতে স্বাভাবিক নিয়মে খাওয়াদাওয়ার পর পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টা নাগাদ চার-পাঁচ জনের একটি ডাকাত দল তাঁদের ঘরে ঢুকে পড়ে। অতর্কিতে পিতা ও কন্যার হাত-পা বেঁধে ভয় দেখায়, যাতে কেউ চিৎকার না করে। এরপর ঘরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে লোহার আলমারি ভেঙে নগদ ৩৩ হাজার টাকা, চার ভরি সোনার গহনা এবং দুটি মোবাইল ফোন লুট করে চম্পট দেয়।
ডাকাতরা চলে যাওয়ার পর কোনওরকমে বাঁধন খুলে তাঁর মেয়ে পার্শ্ববর্তী বাসিন্দা বিষ্ণু চক্রবর্তীর বাড়িতে গিয়ে পুরো ঘটনা জানান। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং কদমতলা থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও এলাকাবাসীর ক্ষোভ তখন আকাশচুম্বী।

স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরেই বৃহত্তর কদমতলা এলাকায় ধারাবাহিকভাবে একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত একটিও ঘটনার সমাধান করতে পারেনি। বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে।

পুলিশ প্রশাসনের এই নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতায় চরম ক্ষোভ বিরাজ করছে জনমনে। অনেকেই আশঙ্কা করছেন, এই ক্ষোভের বহিঃপ্রকাশ যে কোনও সময় বড় ধরনের আন্দোলনে রূপ নিতে পারে।