দক্ষিন সৈদপুর জিপিতে ‘মন কি বাত’ অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : রবিবার দুপুরে প্রধানমন্ত্রী মোদির ১১৭ তম ‘মন কি বাত’ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন দক্ষিন সৈদপুর জিপির ২০১ নং পোলিং বুথের বিজেপির কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি সোনাই মণ্ডল সভাপতি অশোক গোয়ালা ও সাধারন সম্পাদক সুমন রায়। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুথ সভানেত্রী ফরহানা বেগম লস্কর, মহিম উদ্দিন লস্কর, আমিনুল হক, আব্দুল আহাদ, আলা উদ্দিন সহ এলাকার বিভিন্ন বুথ কমিটির সভাপতি সহ শতাধিক পুরুষ মহিলা।