কিছু অংশ বাইক চালিয়ে মাজুলি গেলেন মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : নদীদ্বীপ মাজুলির সঙ্গে ঢাকুয়াখানা ডিব্রুগড় ও বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করার দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। মঙ্গলবার ধেমাজি জেলার বগিবিল ব্রিজের কাছে থেকে বাঁধের উপর তৈরি মাজুলি পর্যন্ত স্বল্প দূরত্বের রাস্তার কিছু অংশ বাইক নিজে চালিয়ে পরে গাড়ি করে গেলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী মঙ্গলবার সকালে হাজার হাজার বাইক আরোহীর সহায়তায় প্রায় ৬২ কিলোমিটার দূরের মাজুলির উদ্দেশ্যে ধেমাজির কারেং চাপারি থেকে রওয়ানা হন। মন্ত্রী বিমল বরা, বিধায়ক নব দলে, সাংসদ প্রদান বরুয়া, দলের অধিকাংশ নেতা-কর্মী এবং মিত্রশক্তি গণশক্তি অসমের হাজার হাজার কর্মীদের সমর্থনে অল্প দূরত্বে বাইকে চড়ে মুখ্যমন্ত্রীকে অগণিত মানুষ উষ্ণভাবে স্বাগত জানায়। বিজেপি জিন্দাবাদ, গণশক্তি জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ এবং ভারত মাতা কি জয়ের মতো স্লোগানে র‌্যালিটি ঢাকুয়াখানা মহকুমার লোটাচু এলাকায় পৌঁছে।

Author

Spread the News