নাথপাড়া বাঁধ মেরামতে ৬ কোটি ৬০ লক্ষ টাকা মঞ্জুর, জানালেন মুখ্যমন্ত্রী

শিলচরে বন্যা পরিস্থিতি পর্যালোচনা হিমন্ত বিশ্ব শর্মার___

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জুন : বেরেঙ্গা নাথপাড়ায় বাঁধ নির্মাণে ১ কোটি ৬০ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। শীঘ্রই বাঁধের নির্মাণ কাজ শুরু হবে। মঙ্গলবার শিলচরে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, এবার কোনও বাঁধ ভাঙেনি। যেসব বাঁধ কিছু ক্ষতিগ্ৰস্ত হয়েছে তা নিৰ্মাণ করা হবে।

নাথপাড়া বাঁধ মেরামতে ৬ কোটি ৬০ লক্ষ টাকা মঞ্জুর, জানালেন মুখ্যমন্ত্রী

এদিন শিলচরে পৌঁছে মুখ্যমন্ত্রী  সরকারি বালক বিদ্যালয়, নর্মাল স্কুল, কেবি শিলচর, কসমিক মার্কেট এবং হিরণ প্রভা বিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সাথে কথা বলেন। পরে শিববাড়ি সিঙ্কিং জোন পরিদর্শন করেন তিনি।পরে মুখ্যমন্ত্রী শিলচরের জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় যোগ দেন। পরে মুখ্যমন্ত্রী  শিলচরের ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দান করা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ১ কোটি ১৪ লক্ষ ২৫ হাজার টাকা গ্রহণ করেন। পরে, এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “কাছাড় জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি। আমরা বন্যার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

নাথপাড়া বাঁধ মেরামতে ৬ কোটি ৬০ লক্ষ টাকা মঞ্জুর, জানালেন মুখ্যমন্ত্রী

তিনি বলেন, “বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান খুঁজে বের করতে এবং ক্ষয়ক্ষতি কমাতে আমাদের প্রচেষ্টায় আমরা কোনও ভুল করিনি।” এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিন মন্ত্রী পীযূষ হাজরিকা, কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম ও নীহাররঞ্জন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ দিকে, নতুন হাইলাকান্দির কাপ্তানপুর ত্রয়োদশ খণ্ডে বন্যার জলে ডুবে মৃত্যু হওয়া সাত বছরের জাবির হুসেন বড়ভূইয়ার পরিবারকে এককালীন সাহায্য চার লক্ষ টাকার চেক প্রদান করা হয়। মৃত শিশুটির মায়ের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

নাথপাড়া বাঁধ মেরামতে ৬ কোটি ৬০ লক্ষ টাকা মঞ্জুর, জানালেন মুখ্যমন্ত্রী
Spread the News
error: Content is protected !!