শেষ দফার বিধানসভা ভোট চলছে জম্মু ও কাশ্মীরে
১ অক্টোবর : জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার বিধানসভা ভোট চলছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তৃতীয় দফায় ৪০টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ২৪টি আসন জম্মুর অংশে। বাকি ১৬টি আসন কাশ্মীর উপত্যকায়। সেগুলি মূলত বারমুলা এবং কুপওয়ারা জেলায়। অপ্রীতিকর ঘটনা রুখতে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে আঁটোসাটো নিরাপত্তা রয়েছে।
প্রায় এক দশক পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হচ্ছে। শেষবার ভোট হয়েছিল ২০১৪ সালে। তার পর ২০২৪ সালে তিন দফায় বিধানসভা ভোট হচ্ছে ভূস্বর্গে। প্রথম দফার ভোট হয়েছিল ১৮ সেপ্টেম্বর। ভোট পড়েছিল প্রায় ৬১ শতাংশ। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফার নির্বাচনে প্রায় ৫৭.৩ শতাংশ ভোট পড়েছিল। আর এদিন সকাল থেকে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। কুপওয়ারা, সোপোর, উরি, বারমুলা, গুলমার্গ, বন্দিপোরা, উধমপুর, কাঠুয়া সহ বিভিন্ন এলাকায় ভোটগ্রহণ চলছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।