বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : আগামী ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত নামরূপ সফরকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করতে বুধবার ডিব্রুগড়ের মুখ্যমন্ত্রী সচিবালয়ে এক উচ্চস্তরীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে একাধিক মন্ত্রী, বিধায়ক ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০ ও ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদি অসম সফরে এসে গুয়াহাটির বরঝাড় লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং ভারতরত্ন গোপীনাথ বরদলৈর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করবেন। তাছাড়া, উর্ধ্ব অসমে নামরূপে প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ১২ লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন অ্যামোনিয়া-ইউরিয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তিনি একটি জনসভাতেও ভাষণ দেবেন।
সন্ধ্যার বৈঠকে মুখ্যমন্ত্রী ড. শর্মা প্রধানমন্ত্রীর সব কর্মসূচির নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশনা জারি করেন। তিনি জনসাধারণের জন্য পর্যাপ্ত জল, হালকা নাস্তা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, সুষ্ঠু পার্কিং এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা রাখতে প্রশাসনকে বিশেষভাবে নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা, বিদ্যুৎ মন্ত্রী প্রশান্ত ফুকন, শিল্প ও বাণিজ্য এবং পাবলিক এন্টারপ্রাইজ মন্ত্রী বিমল বরাহ, সমবায় মন্ত্রী জোগেন মোহন, শ্রম কল্যাণ মন্ত্রী রূপেশ গাওয়ালা, বেশ কয়েকজন বিধায়ক এবং মুখ্যসচিব ড. রবি কোটা-সহ রাজ্যের শীর্ষ কর্মকর্তারা।
এর আগে এদিন মুখ্যমন্ত্রী ড. শর্মা নামরূপে গিয়ে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। প্রস্তুতিসংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি সব ধরনের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন এবং অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের সময় জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা, বিদ্যুৎ মন্ত্রী প্রশান্ত ফুকন, বিধায়ক তরঙ্গ গগৈ ও তেরশ গোয়ালা, মুখ্যসচিব ড. রবি কোটা-সহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


