অসম চুক্তির ৬ নম্বর দফা নিয়ে আসু প্রতিনিধিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : অসম চুক্তির ৬ নম্বর দফার ভিত্তিতে অসমের খিলঞ্জিয়া জনগণকে সাংবিধানিক সুরক্ষা প্রদান করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার কর্তৃক অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মার নেতৃত্বে গঠিত উচ্চস্তরীয় কমিটির সুপারিশ কার্যকরীকরণের বিষয়ে শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অসম সরকার এবং সর্বানন্দ অসম ছাত্র সংস্থার (আসূ) প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আসুর সভাপতি উৎপল শর্মা, সাধারণ সম্পাদক সমীরণ ফুকন এবং মুখ্য উপদেষ্টা ড. সমুজ্জ্বল ভট্টাচার্য।

দিসপুরের লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রীর দপ্তরের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে অসম চুক্তির বাস্তবায়ন উপ-কমিটির চূড়ান্ত প্রতিবেদন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর হাতে প্রতিবেদনটি প্রদান করেন অসম চুক্তি বাস্তবায়ন বিভাগের মন্ত্রী অতুল বরা। এই উপ-কমিটির অধীনে মোট ৭ দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই বিষয়ে সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অতুল বরা বলেন, “আজ আমরা প্রতিবেদন জমা দিয়েছি। এর পরে মুখ্যমন্ত্রী আসুর প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসবেন। অসম চুক্তির বাস্তবায়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিচারপতি বিপ্লব কুমার শর্মার নেতৃত্বে উচ্চস্তরীয় কমিটি গঠনের পর মুখ্যমন্ত্রীর উদ্যোগে আরেকটি কার্যকরী কমিটি তৈরি করা হয়। এই কমিটির মাধ্যমে মোট ৬৭টি সুপারিশ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪০টি সুপারিশ রাজ্য সরকার বাস্তবায়ন করতে পারে, ১৫টি কেন্দ্রীয় সরকারের এবং বাকি ১২টি যৌথভাবে কেন্দ্র ও রাজ্য সরকারের মাধ্যমে বাস্তবায়নযোগ্য।”

মন্ত্রী আরও জানান, “এর অনেক পদক্ষেপ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। বাজেটে অর্থ বরাদ্দও করা হয়েছে। যেসব কাজ কেন্দ্রীয় সরকারের অন্তর্গত, সেগুলোর ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী সরাসরি যোগাযোগ রাখছেন। আমরা আশা করি, অসমবাসীরা যে প্রত্যাশা নিয়ে চুক্তির বিভিন্ন দফা বাস্তবায়নের অপেক্ষায় আছেন, সে পথে দ্রুত অগ্রগতি হবে।”

শেষে তিনি বলেন, “চুক্তি হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। ১৯৮৫ সালে চুক্তি স্বাক্ষরিত হলেও কার্যকর করতে দেরি হয়েছে। দীর্ঘ সাত দফা আলোচনা শেষে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে এবং আজ তা সরকারকে জমা দেওয়া হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *