বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : রাজ্য সরকারের শিক্ষা বিভাগে বড়সড় নিয়োগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খানাপাড়া পশু চিকিৎসালয় খেলার মাঠে এক মহা অনুষ্ঠানের মাধ্যমে ৮ হাজারেরও বেশি প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হয়। এর মধ্যে স্নাতক শিক্ষক পদে ৬,৫২২ জন, স্নাতকোত্তর শিক্ষক পদে ১,২৭৫ জন, সহকারী অধ্যাপক ২৬৩ জন, তৃতীয় শ্রেণির কর্মচারী ১১০ জন, জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (ডায়েট)-এর প্রবক্তা ২৮ জন এবং রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদের সহকারী পরিচালক ৮ জনকে নিয়োগ দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু। মুখ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত রাজ্য সরকার বিভিন্ন বিভাগে মোট ১,৩৪,৯৯৯ জনকে নিয়োগ দিয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “বহুদিনের পরিশ্রমের ফলে আমরা আজ এক গুরুত্বপূর্ণ লক্ষ্যে পৌঁছেছি। কোনো রকম টাকা-পয়সা না দিয়ে চাকরি পাওয়া — এটি এক বিরল অর্জন। তবে এখানেই শেষ নয়, আমাদের আরও নতুন লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। সরকারি শিক্ষাকে সমাজকল্যাণের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আগে কলেজ শিক্ষায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব প্রবল ছিল। মন্ত্রী-বিধায়কদের পরিচয়ের ভিত্তিতেই কলেজে চাকরি পাওয়া যেত। কাহিলিপাড়ার দপ্তরে চাকরির একপ্রকার উন্মুক্ত বাজার বসেছিল। সেই অন্যায় ব্যবস্থা তুলে দিতে আমি সচেষ্ট হয়েছিলাম। যদি সেই অবস্থা চলতেই থাকত, তবে গরিব ঘরের ছেলে-মেয়েরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হতো।”


