বড়জালেঙ্গায় কলেজের ভূমিপূজন করে উপনির্বাচনের রণশিঙা বাজালেন মুখ্যমন্ত্রী
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শিলঘাট সেতুর নির্মাণ কাজের শিলান্যাসের পর মুখ্যমন্ত্রী চলে যান ধলাইয়ের বড়জালেঙ্গায়। বৃহস্পতিবার বিকেলে সেখানে একটি সরকারি মডেল ডিগ্রি কলেজের ভূমিপূজন করে উপনির্বাচনের রণশিঙা বাজালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এদিন ৩৫ কোটি টাকা ব্যয় ধার্য করে সরকারি মডেল ডিগ্রি কলেজের ভূমিপূজন করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত জনসভায় ধলাই কেন্দ্রের উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামীতে কলেজটিকে কলা ও বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে উন্নীত করা হবে। অরুণোদয় প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে অরুণোদয় প্রকল্প নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরুণোদয় স্কিমের জন্য ফর্ম ১৫ সেপ্টেম্বর থেকে জারি করা হবে৷ রাজ্যের সমস্ত নির্বাচনী এলাকায় ১০ হাজার করে নতুন অরুণোদয় দেওয়া হবে। ধলাইতে ১৫ হাজার অরুণোদয় প্রকল্প দেওয়া হবে। কারণ ধলাইর বিধায়ক পরিমল শুক্লাবৈদ্য বর্তমানে একজন সাংসদ নির্বাচিত হয়েছেন। তাই তাঁর দায়িত্ব বেশি।
তিনি জানান, তাঁর কোটায় ২৫ হাজার রয়েছে। এর মধ্য থেকে তিনি সাংসদ পরিমল শুক্লাবৈদ্যকে ৫ হাজার অরুণোদয় দেবেন। প্রত্যেক রেশন কার্ডধারী অরুণোদয় পাবেন। সাংসদ পরিমল শুক্লাবৈদ্যকে ৫ হাজার রেশন কার্ড দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, যেহেতু অরুণোদয় প্রকল্পের সুবিধা পেতে রেশন কার্ড প্রয়োজন, তাই খুব অল্প সময়ের মধ্যে যাদের আধার কার্ড বায়োমেট্রিক্সের জন্য জারি করা হয়নি তাদের আধার কার্ড দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।